• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৩

সাঘাটায় সেচ পাম্প মালিক সমিতির মানববন্ধন



সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) পল্লী বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি এবং জাতীয় কৃষক সমিতির আয়োজনে সার, তেল, বিদ্যুৎ বিল, কীটনাশকের দাম কমানোর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিলন কান্তি সরকার, শামছুল হক, মোকছেদুর রহমান নান্নু, আজাদুল ইসলাম, ফারুক হোসেন, আনিছুর, সাইফুল প্রমূখ।

মানববন্ধন শেষে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জমা দেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পল্লী বিদ্যুতের বিল, তেল, সার দাম কমানোর জন্য জোর দাবি জানান।